কর্তব্যরত পুলিশকর্মীকে মারধরের অভিযোগে ৩ জনকে গ্রেফতার


শুক্রবার,০৫/০৭/২০১৯
407

উত্তর ২৪পরগনা: উত্তর ২৪পরগনা জেলার গোপালনগর থানা এলাকায় কর্তব্যরত পুলিশকর্মীকে মারধরের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ । ঘটনাটি ঘটেছিল বনগাঁ মহকুমার গোপালনগর থানার ব্যারাকপুর চাকদা রোড এর ওপর । পুলিশ সূত্রে জানা গেছে যে বৃহস্পতিবার বিকালে মদ্যপ অবস্থায় ৩ জন বাইক আরোহী চাকদা থেকে বনগাঁর দিকে যাচ্ছিল । সে সময় চাকদা রোড এর ওপর ওই ৩জন বাইক আরোহী গোপালনগর থানার পুলিশ দাঁড় করায় । অভিযোগ সেই আক্রোশ এসে পড়ে পুলিশের ওপর ।

কর্তব্যরত পুলিশের ওপর চড়াও হয় ওই ৩ যুবক । কর্তব্যরত পুলিশকে ওই ৩ যুবকের হাতে থাকা মদের বোতল দিয়েই মারধর করে বলে জানা গেছে । অভিযোগ এর পরই বাইকে থাকা ৩ যুবককে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের নাম গুলি হল প্রদীপ্ত নন্দী , শঙ্কু সরকার এবং সুমন চক্রবর্তী । ধৃত সুমন চক্রবর্তী সেনাবাহিনীতে কর্মরত । কর্তব্যরত পুলিশ অফিসার সুব্রত ঘোষালকে সেই রাতেই প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে । ধৃত যুবককে বনগাঁ মহাকুমা আদালতে হাজির করা হয় ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট