৫ কোটি পি. এফ. গ্রাহকদের ৩ মাসের সুদ জমা পড়েনি !


শুক্রবার,০৫/০৭/২০১৯
627

৫ কোটি পি. এফ. গ্রাহকদের ৩ মাসের সুদ এখন পর্যন্ত জমা পড়েনি ।২০১৮-১৯ সালের জন্য পি. এফ. এর সুদ ঘোষণা করা হয়েছে ৮.৬৫ শতাংশ হিসেবে ।কিন্তু বর্তমান আর্থিক বছরের ৩ মাস হয়ে গেলেও সেই সুদের টাকা পি. এফ. অকাউনটে জমা পড়েনি সুদের হার ঘোষণা করে সেন্ট্রাল বোর্ড টরাসটিজ কিন্ত সুদ দেওয়ার ক্ষেত্রে অর্থ মন্ত্রকের অনুমতি দরকার, তার জন্য কিছু টা সময় পিছিয়ে গেছে বলে দাবি ।গ্রাহক রা এতে অসন্তুষ্ট । তবে পি. এফ. অফিসাররা বলেছেন শীঘ্রই শুরু হবে সুদ জমার প্রক্রিয়া ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট