ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানকে ২৩ রানে হারাল


শুক্রবার,০৫/০৭/২০১৯
731

বিশ্বকাপের তাদের শেষ লিগ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২৩ রানে হারায় আফগানিস্তানকে ।প্রথম ব্যাট করে ৬ উইকেটে ৩১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ ।শাহি হোপ সর্বোচ্চ ৭৭ রান করে ।এভিন লুইস ও নিকোলাশ পুরান দুজনেই ৫৮ রান করে ।আফগানিস্তানের পক্ষে দাওলাত জারদান ২ টি, রশিদ খান, মহম্মদ নবি ১ টি করে উইকেট নেন ।জবাবে আফগানিস্তান ২৮৮ রানে আউট হয়ে যায় ।ইকরাম আলি খিল সর্বোচ্চ ৮৬ রান করে । রহমত শাহ ৬২ আশগার আফগান ৪০ রান করে ।কার্লোস বেরথওয়েট ৪ এবং কিমার রোচ ৩ টি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয় সুনিশ্চিত করে ।৭৭ রান করে শাহি হোপ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট