হাওড়ার উলুবেড়িয়ার মদাই গ্রামে রথযাত্রা পালিত হল ধুমধামের সাথে


বৃহস্পতিবার,০৪/০৭/২০১৯
438

হাওড়া: হাওড়ার উলুবেড়িয়ার মদাই গ্রামে রথযাত্রা পালিত হল ধুমধামের সাথে ।বিকাল ৩টায় শুরু হয় রথ টানা । জীবন্ত ঘোড়ার সাহায্যে ত্রই প্রথম রথ টানা হয় । রথযাত্রা উপলক্ষে শয়ে শয়ে মানুষ ভিড় করে ।রথ টানা শেষ হয়ে গেলে ভক্ত দের জন্য প্রসাদের আয়োজন করা হয় । প্রায় ৩০০০ মানুষ প্রসাদ গ্রহন করে ।মদাই, রামচন্দ্রপুর, হিরাপুর, গৌরীপুর, কঁজিয়াখালি, ধূলাসিমলা প্রভৃতি গ্রামের বাসিন্দা ওই রথযাত্রায় ও প্রসাদ গ্রহনে অংশ নেন । এই উপলক্ষে এক মেলা বসে যেখানে পাপড়, জিলিপি, মোগলাই, চাউমিন, এগরোল, ফুচকা থেকে খেলনা, বেলুন, বাড়ির সামগ্রিক জিনিস এর দোকান বসে ।প্রতি দোকানে ভীড় চোখে পড়ে ।

এই উপলক্ষে এক হরিনাম সংকীর্তন এর আয়োজন করা হয় । রথযাত্রা কমিটির ব্যবস্থাপনায় হরিনাম সংকীর্তন হয় ।এই উপলক্ষে অনেক মানুষ দুর দুরান্ত থেকে উপস্থিত হন ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট