রাত পোহালেই বাজেট, মোদি সরকারের কাছে প্রচুর প্রত্যাশা রয়েছে দেশবাসীর


বৃহস্পতিবার,০৪/০৭/২০১৯
575

দেশে অর্থনৈতি বৃদ্ধির হার ২০১৯-২০ সালে থাকবে ৭%, বাজেটের আগে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ। ভোর হতে না হোতে বাজেট।ঠিক তার আগে সংসদে পেশ অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট ৷ ২০১৯-২০ বছরে দেশের অর্থনৈতিক বৃদ্ধি ৭ শতাংশ থাকবে বলে আশা যাচ্ছে সমীক্ষায় ৷ নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর আর্থিক বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে, বাজেটের আগে লোকসভায় অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে উল্লেখ করলেন মুখ্য আর্থিক উপদেষ্টা কে সুব্রহ্মমন্যম ৷ রাত পোহালেই বাজেট ৷ তার আগে সংসদে পেশ অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট ৷বিপুল জনমতের সমর্থনে ফের ক্ষমতায় ফেরার পর দ্বিতীয় টার্মের এই প্রথম বাজেট ৷ আগামিকাল বাজেট পেশ করতে চলেছে মোদি সরকার২.০।

দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর এই বাজেট নিয়ে মোদি সরকারের কাছে প্রচুর প্রত্যাশা রয়েছে দেশবাসী ৷২০২০ এর বর্ষে ৭ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে অর্থনৈতিক সমীক্ষায়।তাই আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন।আরও একটি সমীক্ষা জানান হয়েছে,২০২৫ এর বর্ষের মধ্যে ভারতের অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছনোর লক্ষ্যমাত্রা রেখেছে মোদি সরকার ৷ তবে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে ৮ শতাংশ হারে বৃদ্ধির প্রয়োজন বলে জানানো হয়েছে সমীক্ষায় অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে দাবি, গ্রামীণ এলাকার মানুষের আয় বাড়ছে ৷ কমছে ব্যাঙ্কের অনুৎপাদিত সম্পদের পরিমাণ।অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে দাবি, বিদেশী মুদ্রা ভান্ডার দেশে পর্যাপ্ত ৷ ১৪ জুনের শেষ হিসাব অনুযায়ী দেশে এই মুহূর্তে মোট ৪২২২০ কোটি ডলার ৷ একই সঙ্গে বাড়ছে বিদেশি বিনিয়োগ ৷ ২০১৮-১৯ বর্ষে ১৪.১ শতাংশ বৃদ্ধির আশা করা যাচ্ছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট