ভারতে রেডমি 7A লঞ্চের খবর নিশ্চিত করলেন শাওমি প্রধান মনু কুমার জৈন


বৃহস্পতিবার,০৪/০৭/২০১৯
913

ভারতে রেডমি 7A লঞ্চের খবর নিশ্চিত করলেন শাওমি প্রধান মনু কুমার জৈন । ৪ঠা জুলাই আজ ভারতে এই ফোনটি লঞ্চ হবে । ভারতে শুধুমাত্র ফ্লিপকাট থেকেই এই রেডমি 7A পাওয়া যাবে । রেডমি 7A ছাড়াও শীঘ্রই ভারতে লঞ্চ হবে K20 আর K20 প্রো । ১৫ জুলাই ভারতে পাঁচ বছর পূর্ণ করবে শাওমি । অনেকই মনে করছেন সেই দিন ভারতে এই দুটি ফোন নিয়ে আসবে । রেডমি 7A এর দাম শুরু হচ্ছে ৫,৫০০ – ৬,০০০ টাকা, রেডমি 7A ফোনে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপর চলবে এমআইইউআই ১০ স্কিন ।

এই ফোনে থাকছে ৫.৪৫ ইঞ্চি রিচডিপ্লাস ডিসপ্লে । ফোনের মধ্যে আছে স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট । এই ফোনে থাকছে ২ডিবি RAM , ৩২ ডিবি পর্যন্ত স্টোরেজ , ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি । সাথে থাকছে ১০ ওয়াট চার্জার। কানেক্টিভিটির জন্য রেডমি 7A তে থাকছে ৪জি , ওয়াই ফাই, ব্লুটুথ , মাইক্রো ইউএসবি আর ৩.৫ মিমি হেড ফোন জ্যাক । ডুয়েল সিম রেডমি 7A ফোনে থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার । সেলফি তোলার জন্য থাকছে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা । এই ক্যামেরার সাহায্যে ফোনের ফেস আনলক এর কাজ করবে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট