৬২৩ বছরের ইতিহাস, হুগলীর মাহেশের রথ


বৃহস্পতিবার,০৪/০৭/২০১৯
1014

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ আজ রথযাত্রা । প্রতি বছর জগন্নাথদেরের স্মরণে এই উৎসব পালিত হয়। ৬২৩ বছরের ইতিহাস সঙ্গে নিয়ে আজ, বৃহস্পতিবার পথে নামছে হুগলির মাহেশের রথ। পুরীর পর অন্যতম প্রাচীন রথ হুগলীর মাহেশের রথ । চৈতন্যদেব মাহেশকে ‘নব নীলাচল’ আখ্যা দেন। । মাহেশের রথের সাথে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। মাহেশের রথের মেলার  বর্ণনা রয়েছে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রাধারানী’ উপন্যাসে। মাহেশের রথ যাত্রা উপলক্ষে রথের দিন লক্ষাধিক মানুষের সমাগম হয় এখানে।

 

এছাড়া এই সময় আজকের দিন্ থেকে একটি মেলার আয়োজন করা হয়। পাশাপাশি বহু ভক্তের সমাগম ঘটে হুগলির মাহেশের রথে। সাথে রয়েছে প্রশাসনের আটোসাটো নিরাপত্তা।  প্রাচীনত্বে পুরীর পরেই মাহেশের রথ।এই রথে রয়েছে মোট ১২ টি লোহার চাকা,এবং ২টি তামার ঘোড়া,।উচ্চতা প্রায় ৫০ ফুট,ওজন ১২৫ টন।

 

দীর্ঘ সময়ে পাল্টে গিয়েছে মেলার অনেক অনুসঙ্গই। কিন্তু পাল্টায়নি মেলাকে কেন্দ্র করে লক্ষ মানুষের সেই উন্মাদনার ছবিটা । এদিন সকাল থেকেই হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছেন হুগলীর মাহেশে। মাহেশের ঐতিহ্য তাই এখনও অটুট। সবমিলিয়ে উৎসবের মেজাজ মাহেশ জুড়ে।

 

 

 

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট