ক্রিকেট মাঠে সুন্দরীর সঙ্গে ঘনিষ্ট সময় কাটাতে দেখা গেল কংগ্রেস নেতা ও সাংসদ শশী থারুর


বুধবার,০৩/০৭/২০১৯
419

এজবাস্টন: ক্রিকেট মাঠে সুন্দরীর সঙ্গে ঘনিষ্ট সময় কাটাতে দেখা গেল রাজনীতিককে! ভাইরাল হল ছবি। এজবাস্টনে ভারত-ইংল্যান্ডে ম্যাচের ফল সকলের জানা৷ কিন্তু সেই ম্যাচে এক দারুণ রসায়ণ ধরা পড়েছে যা নজর এড়ায়নি নেটিজেনদের৷ কংগ্রেস নেতা ও সাংসদ শশী থারুরকে এক সুন্দরীর সঙ্গে দেখা গিয়েছিল মাঠে৷ যা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ এই ছবি ধরা পড়তেই, তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়৷ শশী থারুরের সঙ্গে দেখা গেল প্রাক্তন মিস ইন্ডিয়া ইউকে দীনা উপ্পলকে৷এই ছবি ধরা পড়তেই, তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়৷ শশী থারুরের সঙ্গে দেখা গেল প্রাক্তন মিস ইন্ডিয়া ইউকে দীনা উপ্পলকে৷ দীনা মডেল সঙ্গে ব্যবসায়ীও৷  এছাড়া বিভিন্ন রিয়্যালিটি শোয়ে তাঁকে দেখা যায়৷ সঙ্গে ছবিতেও দেখা যায় তাকে৷দীনা মডেল সঙ্গে ব্যবসায়ীও৷

এছাড়া বিভিন্ন রিয়্যালিটি শোয়ে তাঁকে দেখা যায়৷ ইংল্যান্ডে ব্র্যাডফোর্ড লিটরেচার ফস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন শশী থারুর৷ এরপর তিনি যান এজবাস্টনে ভারত-ইংল্যান্ডের ম্যাচ দেখতে৷ ইংল্যান্ডে ব্র্যাডফোর্ড লিটরেচার ফস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন শশী থারুর৷ এরপর তিনি যান এজবাস্টনে ভারত-ইংল্যান্ডের ম্যাচ দেখতে।মাঠের মধ্যে সুন্দরী মহিলার সঙ্গে শশীকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়৷ শশী থারুর যেমন সুপুরুষ, তেমনই গুণী তিনি৷ সেই কারণে মহিলা মহলে তিনি দারুণ জনপ্রিয়৷ তবে স্ত্রী সুনন্দা পুস্করের অস্বাভাবিক মৃত্যুতে নাম জড়িয়েছে শশীর৷ আপাতত সেই মামলার তদন্ত হিমঘরে৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট