দুর্গাপুরে রথের প্রস্তুতি


বুধবার,০৩/০৭/২০১৯
488

দুর্গাপুরে রথের প্রস্তুতি। দুর্গাপুর রথযাত্রা নিয়ে প্রতি বছর মানুষ এর মধ্যে প্রচুর উৎসাহ উদ্দিপনা থাকে।সারা শহর মিলিয়ে মোট ৫ টি রথ উৎসব পালিত হয়।এদের মধ্যে কোনোটি প্রাচীন আবার কোনোটি ৩০-৪০ বছর পুরানো।দুর্গাপুর ইস্পাত নগরীর রাজেন্দ্র প্রসাদ রোডের জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা বের হয়ে রাজীব গান্ধী ময়দানে মাসীর বারিতে এসে থামে এই রথ।এখানে ৭ দিন মেলা বসে। আবার একটি রথ দুর্গাপুর ইসকন মন্দির থেকে বের হয়ে দুর্গাপুর এর সিটি সেন্টার চতুরাঙ্গ ময়দান মাসীর বারি এসে থামে।

এখানেও একটি মেলা হয়।আবার একটি দুর্গাপুরের ডি-সেক্টর এলাকার গৌড়ীয় মঠ থেকে রথযাত্রা বের হয়ে ইস্পাত নগরী সেকেন্ডারি রোডে এসে থামে। এখানে ৭ দিন উৎসব পালিত হয়।এবং প্রাচীন ২ টি রথ এম এম সি নগরী ও সাধুডাঙ্গা অঞ্চলে হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট