আবার অঙ্গ প্রতিস্থাপনে কলকাতা


বুধবার,০৩/০৭/২০১৯
741

কলকাতা: আবার অঙ্গ প্রতিস্থাপনে কলকাতা।আন্দুল হাসপাতাল এ ব্রেন ডেথ হয় অঞ্জনা ভৌমিক এর। তারপর অঞ্জনা ভৌমিক এর পরিবার তার অঙ্গ দানের সিদ্ধান্ত নেন। এবার অঞ্জনা ভৌমিক এর অঙ্গপ্রতিস্থাপনের মাধ্যমে বাঁচবে অন্য প্রান।তার হৃতযন্ত্র,ত্বক,কিডনি ও লিভার এর দ্বারা বাঁচবে অন্য মানুষ।তার হৃতযন্ত্র প্রতিস্থাপন করা হবে নদিয়ায় বসবাসকারি মৃন্ময় দাস এর শরীরে।যিনি প্রায় ১ বছর ধরে হৃত রোগে আক্রন্ত। হৃতযন্ত্র প্রতিস্থাপন করা হবে এস এস কে এম তে।এবছরের প্রথম অঙ্গদান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট