জম্মু ও কাশ্মীর: ৯ বছরের ছাত্রের গলায় ধারালো কুঠার ঠেকিয়ে কোপানোর হুমকি স্কুলের শিক্ষকের, স্কুলে শিক্ষকের হাতে ধারালো কুঠার। এরকমি একটি ভিডিও সামনে আসতেই হইচই শুরুহয়ে গেল জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারায় একটি বেসরকারিস্কুলে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ৯ বছরের এক ছাত্রকে বেধড়ক পেটাচ্ছে শিক্ষক। বাচ্চাটা মাটিতে শুয়ে পড়ে কাঁদছে। আর শিক্ষক হাতের কুঠারটি শিশুটির গলায় ঠেকিয়ে তাকে কুপিয়ে মারার হুমকি দিচ্ছে।কী অপরাধে শিক্ষকের এমন শাস্তি তা জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর এই ঘটনার তীব্র নিন্দা করেছে নেটিজেন। অবিলম্বে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। হান্দওয়ারার শীর্ষ এক পুলিশকর্তা জানিয়েছেন, খুব শিগগিরই অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কুঠার ঠেকিয়ে কোপানোর হুমকি স্কুলের শিক্ষকের
বুধবার,০৩/০৭/২০১৯
463