বুধবার ভারতে আসতে চলেছে তাদের আর এক নতুন ফোন Vivo Z1 Pro


মঙ্গলবার,০২/০৭/২০১৯
1007

ডিজিটাল ডেস্ক : Vivo বুধবার ভারতে আসতে চলেছে তাদের আর এক নতুন ফোন Vivo Z1 Pro। চিনের এই কোম্পানিটি লঞ্চের কয়েক দিন পূর্বে এই ফোনের টিজার প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে ফোনে ব্যবহার করা হচ্ছে Snapdragon 712 চিপসেট। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাথে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ। যেখানে 16MP মেইন ক্যমেরার সঙ্গে থাকছে 8MP সুপার ওয়াইড আঙ্গেল ক্যমেরা এবং 2Mp ডেপ্ত সেন্সর। 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। Z1 Pro ফোনে সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

দীর্ঘক্ষন ফোনকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে একটি বিশাল 5,000 mah ব্যাটারি। সঙ্গে থাকবে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। ইতিমধ্যেই Flipkart-এ এই ফোনের জন্য আলাদা পেজ তৈরী হয়েছে। ফোনের দাম এখনও প্রকাশ করেনি কোম্পানি। 3 জুলাই লঞ্চের দিন এই ফোনের সঠিক দাম জানা যাবে। চিনে Z5x ফোনের নাম বদলে ভারতে আসছে Z1 Pro। তাই সেই ফোনের আশেপাশে ভারতে Vivo Z1 Pro এর দাম হতে পারে। চিনে Vivo Z5x এর দাম শুরু হচ্ছে 1,398 ইউয়ান (প্রায় 14,400 টাকা) থেকে। টপ ভেরিয়েন্টে এই ফোন কিনতে 1,998 ইউয়ান (প্রায় 20,500 টাকা) খরচ হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট