আজ বিশ্বকাপে মুখোমুখি ভারত বনাম বাংলাদেশ


মঙ্গলবার,০২/০৭/২০১৯
751

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ আজ ২২ গজে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চলতি বিশ্বকাপ দুর্দান্ত শুরু করেছে মাশরাফি মোর্তাজার। চলতি বিশ্বকাপে ব্যাটিং ও বোলিং য়ে অসাধারন উন্নতি করেছে প্রতিবেশী দেশ। এছাড়া বাংলাদেশের অন্যতম অল রাউন্ডার সাকিব আল হাসান চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অসাধারন জয়ের পর বিশ্বকাপ অভিযানে দারুনভাবে নিজেরদের মেলে ধরেছে বাংলাদেশ।

 

অন্যাদিকে ভারত ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় ব্যাকফুটে বাংলাদেশ। লিগের শেষ দুটি ম্যাচ জিতলেও বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকে। সেমি ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। চলতি বিশ্বকাপে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেছেন সাকিব। এছাড়া বল হাতেও সফল হয়েছেন বাংলাদেশের এই অল রাউন্ডার। পাশাপাশি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম দুর্দান্ত ছন্দে রয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ৮৩ রানের ইনিংস মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের ।

আগের ম্যাচে ব্রিটিশদের কাছে পরাজয়ের পর আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বিরাট ব্রিগেড। সেমি ফাইনালে পৌঁছান কার্‍্যত নিশ্চিত করে তুলতে আজকের ম্যাচে জয় তুলে নিতে মাঠে নামছে বিরাট বাহিনী। আগের ম্যাচে ব্রিটিশদের বিরুদ্ধে অভিষেক ঘটেছে ঋশভ পন্থের । এছাড়া দুর্দান্ত ফর্মে রয়েছেন টিম ইণ্ডিয়ার পেসার মহম্মদ সামি। আগের ম্যাচে তিনি পেয়েছেন ৫ টি উইকেট। সবমিলিয়ে এক জমজমাট ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট