একটা ঘূর্ণা বর্ত অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সংলগ্ন উড়িষ্যা ও পশ্চিম বঙ্গের উপর


সোমবার,০১/০৭/২০১৯
676

এই মুহূতে একটি নিম্নচাপ ও একটা ঘূর্ণা বর্ত অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সংলগ্ন উড়িষ্যা ও পশ্চিম বঙ্গের উপর। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণ বঙ্গে বৃষ্টি হবে,তবে টানা বৃষ্টি নেই। তবে এই ঘূর্ণা বর্ত টা ঘুরছে উড়িষ্যা র দিকে তাই বেশি বৃষ্টি হবে উড়িষ্যা উপকূলে ।উড়িষ্যা সংলগ্ন দক্ষিণ বঙ্গের পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম র পশ্চিম মেদিনীপুর এ একটু বেশি বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণ বঙ্গে বেশি বৃষ্ঠী হবেনা ,বিরতি দিয়ে দিয়ে বৃষ্টি হবে এখানে । তাপমাত্রা বারবে না ,তবে আদ্রতা জনিত অস্বস্থি বজায় থাকবে।

এই বছর বৃষ্টি পরিমান কম ,বর্ষার আমেজ ও নেই । ভারী বৃষ্টি বা টানা বৃষ্টি ও নেই। এমনিতে বর্ষা দেরিতে এসেছে, পশ্চিম বঙ্গে বর্ষার ঘরতি -50%,মনে প্রচুর ঘাটতি। গাঙ্গেয় পশ্চিম বঙ্গে বর্ষার ঘাটতি – 59% ,একমাত্র জলপাইগুড়ি ও অলিপু দুয়ার এ বৃষ্টি ঠিকঠাক হয়েছে। জুন মাসে বৃষ্টি ঘাটতি রয়ে এ গেল। গত 10 বছরে এত বড় বৃষ্টির ঘাটতি আগে হয়নি,এর কারণ বর্ষা দেরিতে ঢুকেছে ।তারপর যখন ঢুকলো বড়ো কোনো সিস্টেম ছিলোনা ,দুর্বল হয়ে ঢুকেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট