তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত বিজেপি, পূর্ব পরিকল্পনা করে খুন অনুমান


সোমবার,০১/০৭/২০১৯
503

পশ্চিম মেদিনীপুর :– তৃণমূল সক্রিয় কর্মী খুনে অভিযুক্ত বিজেপি।তৃণমূল এর ব্লক সভাপতির নেতৃত্বে দল ছাড়া কিছু নির্দল কর্মীর হাতে ছক মাফিক খুন তৃণমূল সক্রিয় কর্মী।পরিবারের অভিযোগ তৃণমূল করার কারণে তাকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর ও গুলি করে খুন করা হয়।মৃতের নাম দিপক ভুইয়া।বাড়ি নারায়ণগড় থানার সাইকা এলাকায়।পরিবার সুত্রে দাবি,নিজের বাড়ি চক কিশোর থেকে ফোন করে কয়েকজন যুবক তাকে ডেকে বাড়ি থেকে কিছুটা দূরে পূর্ব পরিকল্পনামাফিক খুন করে ক্লোরোফর্ম চাপা দিয়ে ও গুলি করে।

তৃণমূল কর্মী খুনে অভিযোগের তীর বিজেপি হলেও বারবার ঘুরে আসছে তৃণমূলের অপর গোষ্টির লোকেদের নাম ।তাই প্রকাশ্যে নারায়ণগড়ে গোষ্ঠী দ্বন্দ্ব খুন হতে হল তৃণমূল কর্মী কেই বলেই মনে করছে রাজনৈতিক মহল।সব মিলিয়ে এলাকায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট