মুম্বইয়ের কাছে আলিবাগে পুলিশ ফাঁস করল বলিউড অভিনেত্রীর দেহ ব্যবসা চক্র


রবিবার,৩০/০৬/২০১৯
1097

মুম্বই: মুম্বইয়ের কাছে আলিবাগে পুলিশ ফাঁস করল দেহ ব্যবসা চক্র। চক্রের সঙ্গে জড়িত সাত অভিনেত্রী-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানাগিয়েছে, অভিনেত্রীরা সকলেই বলিউড মুভি বা ছোট পর্দায় অভিয়ন করেন। যদিও তাঁদের পরিচয় গোপন রেখেছে পুলিশ। মহারাষ্ট্র পুলিশ গোপন সূত্রে জানতে পারে, রায়গড় জেলার আলিবাগে এই দেহ ব্যবসা চক্র বা সেক্স র‌্যাকেটের কাজ চলতো। রায়গড় জেলার পুলিশকে গোটা ঘটনাটি জানানো হয়। জানা যায়, আলিবাগের বিলাসবহুল বাড়িগুলিতে চলে রেভ-পার্টি। সেখানেই এই দেহ ব্যবসার আসরটি বসে। যাতে অংশগ্রহণ করেন বলিউড ছবিতে দেখা যাওয়া দ্বিতীয়-তৃতীয় সারির অভিনেত্রীরাও।

এমনকী মাদক ব্যবসারও খবর পেয়েছিল পুলিশ। সেই মতো পুলিশ দুই বাংলো চিহ্নিত করে তার নিরাপত্তারক্ষীদের জেরা করে। পুলিশ নির্দিষ্ট খবর পেয়ে দুই ‘দালাল’ এর নম্বর জোগাড় করেন। পুলিশকর্তারা পরিচয় পাল্টে ওই দালালদের সঙ্গে যোগাযোগ করেন। ঠিক করা হয়, নির্দিষ্ট সময়ে আলিগড়ের দুই বাংলোতে ‘ব্যবস্থা’ করা হবে। কিছুক্ষন অপেক্ষার পরই দালাল-সহ অভিনেত্রীদের প্রত্যেককে গ্রেফতার করে পুলিশ। প্রায় ২৮ গ্রাম কোকেন সহ ন’জন গ্রেফতার করা হয়েছে পার্টিতে মাদক বিক্রির অভিযোগে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট