মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রধানমন্ত্রীকে মানেন না আমরাও দিদিকে মুখ্যমন্ত্রী হিসেবে মানব না : দিলীপ ঘোষ


রবিবার,৩০/০৬/২০১৯
646

পশ্চিম মেদিনীপুর:– গ্রামে গ্রামে তৃণমূলের সন্ত্রাস, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুরে একটি সভা করা হয় বিজেপির পক্ষ থেকে।সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রধানমন্ত্রীকে মানেন না ,কিন্তু সরকার থেকে যে সব সার্কুলার আসে সেগুলোও মুখ্যমন্ত্রী গ্রহণ করেন না,তাই এ বার থেকে আমরা ভেবেছি দিদিকে মুখ্যমন্ত্রী হিসেবে মানব না ।

দিদির পুলিশ প্রশাসনকেও মানব না,উল্লেখ্য আনন্দপুরের সভা করার পূর্বে পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনও অনুমতি না মেলায় বিনা অনুমতিতেই সেই সভা হয়েছে,কার্যত সেই সাপেক্ষেই দিলীপ ঘোষের এই বিস্ফোরক উক্তি,এই দিন এই সভাতে যোগদান দিতেই কেশপুর এলাকা থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আসছিলেন সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী তাদের উপর চড়াও হয় ও মারধর করে বলে অভিযোগ,সেই উদ্দেশ্যেই দিলীপ ঘোষ বলেন কাউকে ছাড়া হবে না,যে সব বিজেপি কর্মী আহত হয়েছেন তাদেরকে দেখতেই ইউনিট নিয়ে আমাদের নেতৃত্ব যাবেন এবং পুলিশের সঙ্গেও কথা বলবেন ।

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার গুলিতে বিজেপি কর্মীদের বাড়িঘর মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ,এবং সেই অভিযোগের তির তৃণমূলের দিকে সেই সাপেক্ষে দিলীপ ঘোষ বলেন খাতায় লিখে রাখুন সময় এলে সুদে আসলে সব উসুল করে নেব না হলে জ্যাম গ্রাম ছাড়া করে দেবে এমনই উক্তি দেন দিলীপ ঘোষ ,অন্য দিকে বিজেপির তারকা নেতা মুকুল রায় বলেন “পাপ বাপকেও ছাড়ে না”আগামী বিধানসভা ভোটে তৃণমূলের যা অবস্থা হবে বিরোধী দলের মর্যাদাও দেবে না সাধারণ মানুষ ।

তিনি আরও বলেন আগামী বিধানসভা ভোটে একে সুর থেকেই দু লক্ষ ভোট লিড হবে,গত লোকসভা ভোটে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে ভোট করাতে দেওয়া হয়নি,এমনকি এজেন্ট ভোট দিতে দেয়নি তবে লিখে রাখুন আগামী বিধানসভা ভোটে লক্ষাধিক লিট দেবে এই কেশপুর,এই দিন সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ, বিজেপি নেত্রী ভারতী ঘোষ, তারকা নেতা মুকুল রায় ,রাজ্য নেতা তুষার মুখার্জী, জেলা সভাপতি শমিত দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট