কাটমানি নেওয়ার অভিযোগে ঝাড়গ্রামে তৃনমূলের নেতার বাড়িতে চড়াও হল গ্রামবাসীরা


রবিবার,৩০/০৬/২০১৯
633

ঝাড়গ্রাম :- কাটমানি নেওয়ার অভিযোগে ঝাড়গ্রামে তৃনমূলের নেতার বাড়িতে চড়াও হল গ্রামবাসীরা।মূল অভিযুক্ত দহিজুড়ির অঞ্চল সভাপতি নন্দ ত্রিপাঠি বিরুদ্ধে।শনিবার ঝাড়গ্রামের দহিজুড়ি এলাকায় গ্রামবাসীরা কাটমানি ফেরৎ চেয়ে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে। অভিযোগ বাড়ি তৈরীর টাকা নেওয়ার জন্য শবরদের কাছ থেকে গোটা পাশবই কাড়িয়ে নেওয়া হয়। এছাড়াও ধান কেনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এমনকি সমব্যাথীর থেকে টাকা নেওয়ার অভিযোগ।তাই স্হানীয় নেতা দের বাড়িতে চড়াও হয় সাধারন মানুষ।দহিজুড়ির অঞ্চল সভাপতি নন্দ ত্রিপাঠি বলেছেন কেউ যদি টাকা দিয়ে থাকেন তাহলে প্রমান দিক। অবশ্যই টাকা ফেরত দেব।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট