বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ছাড়লেন সরকারি বাসভবন, মন্ত্রিসভা গঠনের পরেই। ২০১৯ লোকসভা নির্বাচনে প্রার্থী হননি প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । স্বাস্থ্যজনিত কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি । নতুন মন্ত্রিসভা গঠনের একমাসের মধ্যেই সরকারি বাসভবন ছাড়ার দৃষ্টিভঙ্গি গ্রহণ করলেন।তাই আজ একটি ট্যুইটে তিনি জানিয়েছেন ৮ নং সফদরজং লেনের বাড়ি ছেড়ে দিয়েছেন তিনি । আগের ঠিকানা ও ফোন নম্বরে তাঁকে পাওয়া যাবে না তাঁকে।প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ নেওয়ার পর পাঁচ বছরের জন্য তাঁকে বিদেশমন্ত্রকের দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন সুষমা । একমাসের মধ্যেই সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ছাড়লেন সরকারি বাসভবন
শনিবার,২৯/০৬/২০১৯
373