গণধর্ষণ রুখতে গিয়ে মা ও মেয়ে দু জনকেই বেধড়ক পিটিয়ে মাথা মুড়িয়ে ঘোরানো হল গোটা গ্রাম !


শুক্রবার,২৮/০৬/২০১৯
668

গণধর্ষণ রুখতে গিয়ে মা ও মেয়ে দু জনকেই বেধড়ক পিটিয়ে মাথা মুড়িয়ে ঘোরানো হল গোটা গ্রাম। বুধবার বিহারের বৈশালী জেলায় নৃশংস অত্যাচারের শিকার হতে হল ৫০ বছরের মা ও ২২ বছরের কন্যাকে। দুজনে আনেক সাহস করে পুলিশে আভিযোগ করে সাত জনের উপর। তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে আছে এক পুরসভার সদস্যও। তারই নেতৃত্বে মেয়েটির বাবার অবর্তমানে তাঁদের বাড়িতে হামলা চালানো হয় বলে আভিযোগ। যুবতীকে ধর্ষণের চেষ্টা করে একদল লোক। তাঁর মা বাধা দেওয়ায় তাঁকে বেধড়ক মারধর করে বলে আভিযোগ। মারধরের পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে চলে গিয়ে এক নাপিতকে নিয়ে গিয়ে মা ও মেয়ের মাথা ন্যাড়া করে সারা গ্রামে ঘোরায়।

প্রতিবেশীদেরকে গোটা ঘটনায় নীরব থাকতে দেখা গিয়েছে। মেয়েটির অভিযোগ, খুরশিদ নামে এক যুবক কয়েক মাস ধরে তাঁকে বিরক্ত করছে। মা ও মেয়ে দুজনের শরীরেই হেনস্থার ক্ষত রয়েছে। রাজ্য মহিলা কমিশন এই পুরো ঘটনার রিপোর্ট চেয়ে পুলিশের কাছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট