আমলার পর হাফসেঞ্চুরি দু প্লেসির


শুক্রবার,২৮/০৬/২০১৯
677

আমলার পর হাফসেঞ্চুরি দু প্লেসির এমনিতেই দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট আসর থেকে বিদায় নিয়েছে। টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাপ দুপ্লেসি। প্রথমে ব্যাট করতে নামেন পেরেরা এং করুনাকান্তে। রাবাডার প্রথম বলেই সেকেন্ড স্লিপে ক্যাচ আউট হয়ে ফেরেন করুনাকান্তে। দ্বিতীয়স্থানে ব্যাট করতে আসেন ফার্নান্দো। ২৯ বলে ৩০ রান করে আউট হন প্রিটোরিয়াসের বলে ফাপ দুপ্লেসির হাতে ক্যাচ দিয়ে আউট হন ফার্নান্দো। সব মিলিয়ে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৭ রান করে শ্রীলঙ্কা। ১২ তম ওভারে, আবারও উইকেটের পতন শ্রীলঙ্কার। প্রিটোরিয়াসের বলে ৩৪ বলে ৩০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন পেরেরা। এরপরেই ধরে খেলার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯২ রান তোলে তারা। ২১ তম ওভারে আরও একটি খুইয়ে শেষ পর্যন্ত ১০০ রানের গণ্ডি ছোঁয় শ্রীলঙ্কা। ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে শ্রীলঙ্কা। ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২০৩ রান করে শ্রীলঙ্কা। মরিস ও প্রিটোরিয়াস ৩টি করে উইকেট পান।

রান তাড়া করতে নেমে ভাল শুরু করেও, ১৫ রানে আউট হয়ে যান কুইন্টন ডি কক। এরপর ম্যাচের হাল ধরেন হাসিম আমলা ও ফাপ দুপ্লেসি। ৫৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন আমলা। তাঁকে যোগ্যসঙ্গত দেন দুপ্লেসি। তাঁদের রানে ভর করে ১ উইকেট হারিয়ে ১১১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। হাফসেঞ্চুরি করেন ফাপ দুপ্লেসিও। ৭০ বলে ৫০ রান করেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট