ভাটপাড়ায় শান্তি ফেরাতে শুক্রবার দুপুরে ভাটপাড়ায় যায় তৃণমূলের একটি পরিষদীয় দল


শুক্রবার,২৮/০৬/২০১৯
567

রাজ্যে লোকসভা নির্বাচনের পর থেকে ভাটপাড়ায় এখনও চলছে রাজনৈতিক সংঘর্ষ। শান্তি ফেরাতে শুক্রবার দুপুরে ভাটপাড়ায় যায় তৃণমূলের একটি পরিষদীয় দল। তৃণমূল সূত্রের খবর, সুব্রত মুখোপাধ্যায়েরনেতৃত্বে ওই পরিষদীয় দলে  ফিরহাদ হাকিম, তাপস রায়, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসুরা। তাঁরা ভাটপাড়ায় পৌঁছান দুপুর তিনটে নাগাদ। এরপর তারা পুরো এলাকা পরিদর্শন করেন। জানা গিয়েছে তৃণমূলপরিষদীয় দল বারাকপুরে সিপির সঙ্গে দেখা
করবেন। সূত্রের খবর, ভাটপাড়া থেকে ফিরে মুখ্যমন্ত্রীর কাছে রির্পোট দিতে হবে তাদেরকে।

লোকসভা নির্বাচনের পর থেকে বারবার রাজনৈতিক সংঘর্ষের মধ্যে পড়ছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া-সহ পার্শ্ববর্তী এলাকা। বারবার সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারন মানুষকে। নিহত হয়েছে অনেকে, সংঘর্ষের জেরে জারি ছিল ১৪৪ ধারা। বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবাও।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট