টানটান উত্তেজনার মুখে খেলা। তখন মহেন্দ্র সিং ধোনির হাতে ব্যাট, কোনও সুযোগ দিচ্ছেন না বিরোধি দলকে, চলছে শেষ ওভার। শেষ ওভারের শেষ বল বাকি, স্ট্রাইকে রয়েছে ধোনি বল করছে ওশেন থমাস। আগের পাঁচ বলে ১০ রান করেছেন ধোনি। শেষ বলে কি মনে করে তার ব্যাটটা বদলে নিলেন তিনি, আর সেই ব্যাট ধোনির হাতে পৌঁছে দিতে মাঠে এলেন দলের আর এক উইকেট কিপার ঋষভ পন্থ। ব্যাট বদলেই চমক দেখালেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়ক সেই শেষ বলেই ডিপ স্কোয়্যার এর উপর দিয়ে ৭৯ মিটারের লম্বা একটি ছক্কা মেরে ভারতীয় দলকে ২৬৮ রান এ পৌঁছতে সফল হল। আগের ম্যাচে তাঁর মন্থর গতিতে খেলা নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। কিন্তু এই ব্যাট বদল কাহিনির পরে ট্যুইটারজুড়ে চলছে ধোনির গুনগান। ভারতীয় দলের হয়ে ৬১ বলে ৫৬ রানের এক ভাল ইনিংস উপহার দিলেন মাহি।
টানটান উত্তেজনার মুখে মহেন্দ্র সিং ধোনির খেলা
শুক্রবার,২৮/০৬/২০১৯
587