মিশন শক্তির ৩ মাস পরআজও মহাকাশে ছড়িয়ে রয়েছে ভেঙে পড়া ASAT মিসাইল দ্বারা ধ্বংস করা উপগ্রহের টুকরো


শুক্রবার,২৮/০৬/২০১৯
850

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মহাকাশচর্চার গবেষক জোন্যাথান ম্যাকডোয়েল জানিয়েছেন মিশন শক্তির ৩ মাস পরআজও মহাকাশে ছড়িয়ে রয়েছে ভেঙে পড়া ASAT
মিসাইল দ্বারা ধ্বংস করা উপগ্রহের টুকরো। পৃথিবীর কক্ষপথে আজও ভেসে বেড়াচ্ছে মিশন শক্তিতে ধ্বংস হওয়া ভারতীয় উপগ্রহের ধ্বংসাবশেষ বলে জানিয়েছেন
হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকস-এর এই গবেষকগনরা। ম্যাকডোয়েল আরও জানিয়েছেন, ‘এক বছরের মধ্যেই’ পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করবে ওই ভেঙে পড়া টুকরোর অংশগুলি।

কিন্তু গতমাসেই এক সাংবাদিক বৈঠকে DRDO চেয়ারম্যান জি সতীশ জানিয়েছিলেন, ধ্বংস হওয়া উপগ্রহের অধিকাংশ টুকরোই ধ্বংশ হয়ে গেছে। অবশিষ্ট অংশও দ্রুত ধ্বংস হয়ে যাবে। মার্কিন গবেষণা সংস্থা NASA জানিয়েছে, ভারতের মিশন শক্তির পর পরই উপগ্রহের ভেঙে পড়া টুকরো চিহ্নিত করে তারা। ১০ সেন্টিমিটার ব্যাসের ৬০টি টুকরোকে চিহ্নিত করেছিল তারা। একইসঙ্গে জানানো হয়েছিল, মাইক্রোস্যাটের ভেঙে পড়া টুকরোর আসল সংখ্যা ৪০০-র বেশি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট