বেলদায় সাপের কামড়ে অসুস্থ দুই মহিলা,আশঙ্কাজনক ভাবে ভর্তি হাসপাতালে


বৃহস্পতিবার,২৭/০৬/২০১৯
478

পশ্চিম মেদিনীপুর:- গরমের কারণে চারিদিকে বাড়ছে বিষাক্ত সাপের উপদ্রব।বিষধর সাপ চন্দ্রবোড়ার কামড়ে অসুস্থ দুই মহিলা।ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদার।একটি ঘটনা নেকুড়সেনি এলাকার।জানা গিয়েছে নলকুপে জল আনতে গেলে সুনিয়া মাহালি নামে বছর ষাটের এক মহিলাকে কামড় দেয় চন্দ্রবোড়া সাপ।অপরদিকে বেলদার রাজাবাজার এলাকায় আত্মীয়বাড়ি থেকে ফেরার পথে চন্দ্রবোড়া সাপ কামড় দেয় মনি নায়েক নামে এক মহিলাকে।পায়ে দড়ি বেঁধে দুজনকে ভর্তি করা হয় বেলদা হাসপাতালে।অপরদিকে ওই বৃদ্ধাকে আশঙ্কাজনক ভাবে ভর্তি করা হয় বেলদা গ্রামীণ হাসপাতালে।

পাশাপাশি দুটো সাপকে জারের মধ্যে ভর্তি করে শনাক্তকরণের জন্য আনা হয়।দিনদিন বিষাক্ত সাপের বাড়বাড়ন্তে চিন্তায় সাধারণ মানুষ।তবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দুই মহিলা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট