ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম থানার আইসি জয়প্রকাশ পাণ্ডে বদলি হলেন সিআইডিতে, আসছেন ফের তানাজি দাস। বুধবারই বদলির অর্ডার বের হয়েছে। এডিজির স্বাক্ষরিত বদলির অর্ডারে মোট সাত জনের বদলি হয়েছে। বর্তমান আইসি জয়প্রকাশ পাণ্ডে বদলি হলেন সিআইডিতে। আর আসানসোল-দুর্গাপুরের ইন্সপেক্টর ইন চার্জে ছিলেন তানাজি দাস। তাঁকে ফের পুরোনো জায়গা ঝাড়গ্রামে বদলি করে নিয়ে আসা হচ্ছে।
ঝাড়গ্রাম থানার আইসি জয়প্রকাশ পাণ্ডে বদলি হলেন সিআইডিতে, আসছেন তানাজি দাস
বৃহস্পতিবার,২৭/০৬/২০১৯
689