গোটা উত্তরপ্রদেশের আবহাওয়া ক্রমেই যেন ভয়াবহ হয়ে উঠেছে


বুধবার,২৬/০৬/২০১৯
412

উত্তরপ্রদেশ: গোটা উত্তরপ্রদেশের আবহাওয়া ক্রমেই যেন ভয়াবহ হয়ে উঠেছে। মহিলাদের নূন্যতম নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে। পরিবারের এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করে ব্যর্থ হয়ে ওই পরিবারেরই প্রবীণ দুই মহিলাকে পিষে মারা হল। সোমবার রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে ঘটনাটি ঘটে। দুই মহিলার মৃত্যু সহ গুরুতর আহত হয় আরও দুজন। পুলি‌শ একটি মামলা করে প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতে। সিসিটিভি ক্যামেরাতে গোটা ঘটনাটি ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, রাস্তা দিয়ে হাঁটছিলেন ওই দুই প্রবীণ দলিত মহিলা। হঠাৎই একটি গাড়ি পিছন থেকে খুব জোরে এসে তাঁদের ধাক্কা মারে।

তাঁরা রাস্তায় পড়ে গেলে, গাড়িটি দু’জনকে পিষে দিয়ে চলে যায়। প্রাথমিক তদন্তে অনুযায়ী, কয়েকদিন আগে ওই দুই প্রবীণ দলিত মহিলার পরিবারের ২২ বছরের এক যুবতীর শ্লীলতাহানির চেষ্টা করেছিল এলাকারই এক যুবক। কিন্তু তাতে বাধা দেওয়ায় সেই মুহূর্তে ফিরে যায় যুবকটি। র পর থেকেই পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এমনকী, দুই প্রবীণ মহিলাকে পিষে মারার সামান্য আগেও যুবতীকে ফোন করে হুমকি দিয়েছিল উচ্চবর্ণের ওই যুবক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট