নিজস্ব প্রতিবেদন ঃ ২৮৫ রানের লক্ষ্যে মাথায় নিয়ে মাঠে নেমে শুরুতেই পর পর উইকেট হারিয়ে চাপে পরে যায় ইংল্যাণ্ড দল। এই মুহুর্তে অজিদের হয়ে ২ টি উইকেট নেন মিচেল স্টার্ক, জেসন বেনড্রফ ১ টি উইকেট নেন। এছাড়া ইতিমধ্যে আউট হয়ে ফিরে গিয়েছেন ইংল্যাণ্ড দলে অন্যতম সেরা ক্রিকেটার জো রুট। প্রতিবেদন লেখা পর্যন্ত এই মুহুর্তে ইংল্যাণ্ডের স্কোর ১২ ওভার শেষে ৪৭-৩। আজকের ম্যাচ জিততে মরিয়া ইংল্যাণ্ড দল, অল্প রানের লক্ষ্যে নিয়ে মাঠে নেমে শুরুতেই পর পর উইকেট হারিয়েছে ইতিমধ্যে ইংল্যান্ড দল।
শুরুতেই ৩টি উইকেট হারিয়ে চাপে ইংল্যাণ্ড
মঙ্গলবার,২৫/০৬/২০১৯
752
বাংলা এক্সপ্রেস---