নিজস্ব প্রতিবেদন ঃ আজ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ইংল্যাণ্ড বনাম অস্ট্রেলিয়া। দুই দল চলতি বিশ্বকাপ দুর্দান্ত শুরু করেছে । অস্ট্রেলিয়া দল ইতিমধ্যে দুর্দান্ত ছন্দে রয়েছে। অন্যদিকে ইংল্যাণ্ড দল শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে তাই আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যাণ্ড দল। সবমিলিয়া আজ লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় লক্ষ্যে নামছে ইংল্যান্ড। ইংল্যান্ড দলের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালি। বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে বড় রান করেছেন তারা। এছাড়া তাদের দলে রয়েছেন জো রুটের মত তারকা ক্রিকেটার। অন্যদিকে অজিরা তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে আজ মাঠে নামছে তারা। সবমিলিয়ে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।
আজ বিশ্বকাপে মুখোমুখি ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া
মঙ্গলবার,২৫/০৬/২০১৯
678
বাংলা এক্সপ্রেস---