আফগানদের বিরুদ্ধে দুরন্ত জয় পেল বাংলাদেশ


মঙ্গলবার,২৫/০৬/২০১৯
594

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ এদিন টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যটিং করতে পাঠায় আফগানিস্তান। কিন্তু এদিন শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে লিটন দাস ১৭ বলে ১৬ রান করেন, অন্যদিকে ৫৩ বলে ৩৬ রান করেন তামিম ইকবাল। এরপর ম্যাচের হাল ধরেন বাংলাদেশের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান এদিন তাঁর ব্যাট থেকে আসে ৫১ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন মুশিফিকুর রহিম তিনি ৮৩ রান করেন। আফগানিস্তান বোলারদের দাপটে বড় রানে লক্ষ্যে পৌঁছাতে পারল না বাংলাদেশ।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৬২-৭ থামল বাংলাদেশের ইনিংস। জবাবে অধিনায়ক গুলবাদিন শুরুটা ভাল করলেও শাকিব ঝড়ে তছনছ হয়ে যায় আফগান ব্যাটিং অর্ডার। বাংলাদেশের হয়ে ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। বাংলাদেশ বোলারদের দাপটে শেষ পর্যন্ত ৪৭ ওভারে ২০০ রানেই শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস।আফগানদের বিরুদ্ধে দুরন্ত জয় পেল বাংলাদেশ।   সবমিলিয়ে বলা যেতে পারে বিশ্বকাপের মঞ্চে দারুন ভাবে ফিরে এল বাংলাদেশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট