খবরইন্ডিয়াঅনলাইনঃ ৪২ বছরের যুদ্ধ শেষে আইনের চোখে সত্যি মৃত্যু হল অরুণা শানবাগের। ৪২ বছর কোমায় থাকায় পর অরুণার মৃত্যু ইউথেনেসিয়া প্রসঙ্গকে ফের সামনে আনলো…….
১৯৭৩ সালের ২৭ নভেম্বর পাশবিক যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অরুণা শানবাগ. মুম্বাইয়ের এক সরকারি হাসপাতালে এক কর্মচারীর লালসার শিকার হয়েছিলেন পেশায় নার্স অরুণা . এরপর টানা ৪২ বছর কোমায় ছিলেন তিনি. তিনি যে হাসপাতালে চাকরি করতেন, এতদিন সেই কেইএম হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন . আজ সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ. কিছু বছর আগে প্রাক্তন সাংবাদিক পিঙ্কি বিরানি অরুণার হয়ে সুপ্রিম কোর্টে স্বেচ্ছামৃত্যু বা ইউথেনেসিয়ার আবেদন জানিয়েছিলেন . তবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং নার্সরা এই আবেদনে বিরোধিতা করেন. ৩৩ বছর ধরে একা একটা ঘরের বিছানায় পড়েছিলেন অরুণা. হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অরুণার দাঁড়ানো বা হাঁটার ক্ষমতা ছিল না. দুর্বল শরীরে পড়ে গিয়ে হাড় ভাঙে এই ভেবে তারাও চেষ্টা করতেন না হাঁটানোর, এমনটাই তাদের দাবি . গত সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত হন ৬৬ বছরের অরুণা . এরপর ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে . আজ সকালে মৃত্যু ঘটে তাঁর .