দিল্লির বসন্ত বিহারে বহুতল বিল্ডিং থেকে উদ্ধার এক প্রৌঢ় দম্পতির গলাকাটা দেহ


সোমবার,২৪/০৬/২০১৯
352

দিল্লি: আরও একবার দিল্লির বসন্ত বিহারে বহুতল বিল্ডিং থেকে উদ্ধার এক প্রৌঢ় দম্পতির গলাকাটা দেহ। একইসঙ্গে ঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার তাঁদের গৃহপরিচারিকা। রবিবারের সকালে এই রক্তাক্ত ঘটনার পর এলাকায় আতংক ছড়ায়। পুলিশ সূত্রে জানাগিয়েছে, বসন্ত বিহারের ওই বহুতল থেকে উদ্ধার হওয়া দেহগুলি হল ৮০ বছর বয়সি বিষ্ণু কুমার ও ৭৫ বছর বয়সি শিশি মাথুরার। যানা গিয়েছে তারা দুজনে ছিলো অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। অবসরের পর তাঁরা ওই আবাসনের ফ্ল্যাটে কিছু দিন হল একাই থাকতেন। সঙ্গে থাকত শুধু ২৪ বছর বয়সি এক পরিচারিকা, যার নাম খুসবু নাওতিয়াল।

ঘরের ভেতর থেকে রক্ত বার হতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। কিছুক্ষন পর ঘটনাস্থলে পুলিশ এসে ঘরের দ্বরজা ভেঙে গলাকাটা অবস্থায় উদ্ধার করে তিন জনের। প্রতিবেশীরা জানিয়েছে, কিছু দিন আগেই দুর্ঘটনায় মারা গেছে ওই প্রৌঢ় দম্পতির ছেলে। এবং তার এক মেয়ে পাশেই থাকেন। প্রথমিক তদন্তে পুলিশের অনুমান ডাকাতি জন্য ওই তিন জনকে হত্যা করা হয়ছে। তদন্ত এখন চলছে বলে জানিয়েছেন পুলিশ। কর্তৃপক্ষরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট