এবার উত্তেজনা ছড়াল বাঁকুড়ার পাত্রসায়রে


সোমবার,২৪/০৬/২০১৯
434

বাঁকুড়া: ভাটপাড়া দুর্ঘটনার পর এবার উত্তেজনা ছড়াল বাঁকুড়ার পাত্রসায়রে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জনসংযোগ যাত্রা ঘিরে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে পদ্ম শিবিরের বিরুদ্ধে। ঘাটানাটি কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সেখানকার স্থানীয়রা জানিয়েছেন সে সময় গুলি চালানো হয়। গুলিতে আহত হয় অষ্টম শ্রেণির এক পড়ুয়া-সহ মোট ৩ জন, তাদেরকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছে।

সূত্রের খবর থেকে জানাগিয়েছে, শুভেন্দু অধিকারীর জনসংযোগ যাত্রার সময় ‘জয় শ্রীরাম’ ধনী দেন বিজেপি সমর্থকরা। যার কারনে জেরে দু’তরফের মধ্যে সংঘর্ষ বেধে যায়। স্থানিয়রা জানিয়েছে সংঘর্ষের পরেই গুলি চালানো হয়। বিজেপি নেতৃত্বদের অভিযোগ পুলিশেরা এই গুলি চালিয়েছে। যদিও তা উড়িয়ে দিয়েছেন প্রশাসনিক কর্তারা। ঘটনাস্থলে বিশাল সংখ্যক পুলিশবাহিনী মোতায়ন করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট