পাত্রসায়র নিয়ে কড়া প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের


রবিবার,২৩/০৬/২০১৯
595

শুধু পাত্রসায়রে পুলিশের গুলি চালানোর ঘটনায় নয়, কোচবিহার থেকে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে পাহাড় অবধি সর্বত্রই অশান্তি চলছে। কোথাও গুলি চলছে, কোথাও বোমাবাজির ঘটনা ঘটছে। কোথাও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে মৃত্যুর ঘটনা ঘটছে বা কোথাও অন্য দলের কাউকে মারা হচ্ছে। পুলিশ গুন্ডা যৌথভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। পাত্রসায়েরের ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই ভাষাতেই রাজ্য প্রশাসনকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। রবিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্ম বলিদান দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে দীলিপবাবু আরও বলেন, সাধারণ মানুষের আস্থা প্রশাসনের উপর দিয়ে চলে গিয়েছে। আর তাই ছোটখাট ঘটনা ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

নির্বাচন হয়েছে সারাদেশে, কিন্তু গন্ডগোলের ঘটনা ঘটছে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই। দেশের অন্যান্য কোন রাজ্যে নির্বাচন পরবর্তী সংঘর্ষে মৃত্যুর ঘটনা ঘটেনি যা শুধুমাত্র বাংলাতেই হতে চলেছে। এ ধরনের রাজনীতি যত দ্রুত বন্ধ হবে ততই রাজ্যের মানুষের মঙ্গল এমনটাই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট