নিজস্ব প্রতিবেদন ; আফগানিস্তানকে হারিয়ে শনিবার আবার তৃতীয় দল হিসেবে বিশ্বকাপে ৫০তম জয় পেল ভারত। শনিবার সাউদাম্পটনে মুখোমুখি হয়েছিল ভারত ও আফগানিস্তান। এদিন টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু এদিন শুরুটা ভালো হয়নি ভারতীয় দলের। কে এল রাহুল ৫৩ বলে ৩০ রান করেন,এদিন ভারতের হয়ে ম্যাচের হাল ধরেন বিরাট কোহলি ৬৩ বলে ৬৭ রান করেন । শেষ পর্যন্ত কেদার যাদবের ৫২ রানের ইনিংসে ভর করে ২২৪ রানে পৌঁছায় ভারতীয় দল। স্পিনারদের দাপটে বড় রানের লক্ষ্যে পৌঁছাতে পারল না ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান দলে প্রথম ধাক্কা দেন মহম্মদ সামি। নবি ঠাণ্ডা মাথায় আফগানিস্তানকে জয়ের লক্ষ্যে নিয়ে যাচ্ছিলেন। বুমরা ঠিক সময়ে দু’ জনকে তুলে ভারতকে ম্যাচে ফেরান। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ২১৩ রানে শেষ হয়ে যায় আফগানিস্তান এর ইনিংস।
রুদ্ধশ্বাস জয় ভারতের
রবিবার,২৩/০৬/২০১৯
710
বাংলা এক্সপ্রেস---