রাজ্যসভার সাংসদ তথা কলকাতা পুরসভার কাউন্সিলর ডঃ শান্তনু সেন এর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনলেন এক প্রোমোটার। তার প্রতিটি প্রকল্পের জন্য ডঃ শান্তনু সেন কে লক্ষ লক্ষ টাকা তোলা দিতে হতো বলে অভিযোগ করেন তিনি। ওই প্রোমোটার জানিয়েছেন তার বিভিন্ন প্রকল্পের প্রতি কাঠা জমি পিছু দু লক্ষ টাকা করে ঘুষ দিতে হতো ওই তৃণমূল নেতাকে। কলকাতা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরও তার নতুন প্রকল্পের জন্য মোটা টাকা কাটমানি চেয়েছে বলে অভিযোগ তার। কাটমানি না দিলে ওই এলাকায় কোন প্রকল্পে হাত দিতে পারতেন না।
সিঁথির মোড় এলাকায় সিন্ডিকেট রাজ চালু করা হয়েছিল। আর ওই সিন্ডিকেটের কাছ থেকেই প্রকল্পের সমস্ত মালপত্র কিনতে হতো বলে মন্তব্য করেন তিনি। নিজের ইট বালির ব্যবসা থাকলেও বাধ্য হয়েই ওই সিন্ডিকেটের কাছ থেকে মাল নিতে হতো তাকে। মুখ্যমন্ত্রী বলার সুযোগ দিয়েছেন বলেই আজ তিনি এই অভিযোগ করতে পারছেন। এজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ও অভিনন্দন জানিয়েছেন ওই প্রোমোটার।