10 লাখ লিটার পানি ট্রেনের মাধ্যমে যাত্রা করবে


শনিবার,২২/০৬/২০১৯
352

চেন্নাই: চেন্নাইয়ের পানির সংকট মোকাবেলায় মানুষ 10 লাখ লিটার পানি ট্রেনের মাধ্যমে যাত্রা করবে। তামিলনাড়ু  রাজধানীতে ট্রেনের মাধ্যমে 10 মিলিয়ন লিটার পানি পরিবহন করা হবে।  চেন্নাইয়ের মানুষ, তামিলনাড়ু একটি গুরুতর জল সংকট সম্মুখীন হয়। এখন এই সমস্যা থেকে মুক্তি পেতে রাজ্যে শুক্রবার ট্রেনের মাধ্যমে ভেলোরের জেলারপুরের মাধ্যমে এক কোটি লিটার পানি চেন্নাইতে পাঠানো হবে। চেন্নাই মুখ্যমন্ত্রী বলেন, চেন্নাই মেট্রোপলিটন পানি সরবরাহ ও সিভারেজ বোর্ড পানি বিতরণের জন্য 158.42 কোটি টাকা বরাদ্দ করেছেন। তিনি আরো বলেন, ছয় মাস ধরে এই পানি এভাবে পরিবহন করা হবে এবং এর জন্য 65 কোটি টাকা পৃথকভাবে রাখা হয়েছে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট