ফের দুই মদ্যপের মারামারির জেরেই মৃত্যু বিজেপি কর্মী, অনুমান পুলিশের


শনিবার,২২/০৬/২০১৯
714

উত্তর ২৪ পরগনা: ফের দুই মদ্যপের মারামারির জেরেই মৃত্যু বিজেপি কর্মী, অনুমান পুলিশের। উত্তর ২৪ পরগনার আমডাঙা বিজেপি কর্মী খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে। মৃতের নাম নাজিমুল করিম। বয়স ২৩ বছর। শুক্রবার রাতে বইচগাছি এলাকায় ওই বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। যদিও পুলিশের অনুমান দুই দুই মদ্যপান ব্যক্তির মধ্যে মারামারির জেরেই এই ঘটনা ঘটেছে।

স্থানীয় খবর সূত্র,জানা গিয়েছে যে নাজিমুল করিম নামে ওই বিজেপি কর্মী শুক্রবার রাতে ডাক্তার দেখাতে যান। সেইসময় তাঁর উপর হামলার ঘটনা ঘটে। তাঁকে ধরে বেধড়ক মারধর করা হয়। পরে রাতে আর জি করে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও পুলিসের দাবি এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন হাত নেই। দুই মদ্যপানের মারামারির জেরেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পুলিস এই ঘটনার তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট