দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির, রাজ্যের শাসন ব্যবস্থা প্রশ্নের মুখে !


শনিবার,২২/০৬/২০১৯
535

হাওড়া: দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম তারক ভুঁইঞা(৫৫) । ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরবেলায় হাওড়ার বঙ্কিম সেতুতে।
তারক পেশায় মাছ ব্যবসায়ী । বাড়ি হাওড়ার নবকুমার নন্দী লেনে । প্রায় প্রতিদিনই ভোরবেলা আরও অনেক ব্যবসায়ীর মতোই আড়তে মাছ কিনতে আসতেন তারক ভুঁইয়া। শুক্রবারও ভোরে হাওড়ার আড়তে মাছ কিনতে যাচ্ছিলেন তারকবাবু।সেই সময় বঙ্কিম সেতুর উপর আচমকাই তাঁর উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। তাঁর কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে যায় তারা। বাধা দেন তারকবাবু। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । তদন্ত শুরু হয়েছে । কে বা কারা এই ঘটনার পিছনে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ব্রিজের সিসিটিভি ফুটেজ় খতিয়ে দেখে তদন্ত শুরু করবে পুলিশ।এই ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে হাওড়ার আড়তে আসা ব্যবসায়ীদের মধ্যে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট