ঝাড়গ্রাম রাজ কলেজে সাঁওতালি মাধ্যমে পঠন পাঠনের দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহল এর পক্ষ থেকে ডেপুটেশন


বৃহস্পতিবার,২০/০৬/২০১৯
567

ঝাড়গ্রাম:- স্নাতক স্তরে কলেজ গুলিতে সাঁওতালি মাধ্যমে পঠন পাঠনের দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহল এর পক্ষ থেকে ডেপুটেশন করা হয় । বৃহস্পতিবার ঝাড়গ্রাম রাজ কলেজ ও ঝাড়গ্রাম রাজ কলেজ মহিলা বিভাগে ডেপুটেশন জমা দেন ভারত জাকাত মাঝি পারগানা মহল । প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে বহুদিন আগে থেকেই সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কলেজগুলিতে সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন শুরু হয়নি । তাই আদিবাসী সমাজের একাংশের দাবি স্কুলে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য বাইরের কলেজে যেতে হচ্ছে । স্থানীয় কলেজগুলিতে সাঁওতালি মাধ্যমে উচ্চশিক্ষা পোড়ানো হলে খুবই উপকৃত হতো আদিবাসী সমাজ ।

এদিন কলেজগুলিতে ডেপুটেশন করার পর ভারত জাকাত মাঝি পারগানা মহল এর এক নেতা ডক্টর শিব শংকর শরণ বলেন অবিলম্বে কলেজগুলিতে সাঁওতালি মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর বিভাগেও সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন শুরু করতে হবে । জুন মাসের মধ্যে শুরু না হলে জুলাই মাসে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন যার ফলে কলেজগুলির পঠন পাঠন ও ব্যাহত হতে পারে এই বিষয়ে তারা জানান । তিনি আরো বলেন ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ দেব নারায়ন রায় উনাদের বলেন বলেন কলেজের পর্যাপ্ত পরিমাণে ভবন নেই তাই এই মুহূর্তে সাঁওতালি মাধ্যমে না করে শুরু করা সম্ভব হচ্ছে না ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট