একজন প্রাক্তন সেনার বিরুদ্ধে উঠলো নিজের ২১ বছর মেয়েদের ধর্ষণের অভিযোগ


বৃহস্পতিবার,২০/০৬/২০১৯
404

একজন প্রাক্তন সেনার বিরুদ্ধে উঠলো নিজের ২১ বছর মেয়েদের ধর্ষণের অভিযোগ। এই কাজে বাধা দেওয়ার জন্য মেয়ের উপর গুলি চালানোর চেষ্টা করেন তিনি। সোমবার রাতে গোয়ালিয়রে এই ঘটনাটি ঘটে বলে যানা গিয়েছে। ঘটনাটি ঘটার পরে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় মেয়েটিকে এবং ডাক্তারের রিপোর্ট অনুযায়ী কিশোরীটি আপাতত বিপদমুক্ত।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ভারতীয় সেনার প্রাপ্ত নায়েব সুবেদার মদ্যপান অবস্থায় ছিলেণ, মদ্যপ অবস্থায় তিনি ঘুমন্ত থাকা তার মেয়েকে জোর করেন এবং ধর্ষণের চেষ্টা করেন তার ঘর ঢুকে।

আতংকিত মেয়ে কোনও মতে উঠে পালায় মায়ের ঘরে। অত্যান্ত রাগে ক্ষিপ্ত প্রাক্তন সেনাটি 12 গ্যারেজ বন্দুক দিয়ে দুটি গুলি চালান মেয়ের দিকে প্রথম গুলিটি মেয়ের শরীর ছুঁয়ে বেরিয়ে যায় এবং দ্বিতীয় গুলিটি মিস হয়ে যায়। কিছুক্ষণ পর মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গোটা ঘটনাটি যেনে পুলিশকে খবর জানান।গোটা ঘটনাটি তদন্ত করে গোয়ালিয়রের পুলিশ সুপার নবনীত ভাসিন জানিয়েছেন,’ ‘অভিযুক্তকে গ্রেফতার করে তাঁর বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে।’ যানা গিয়েছে মেয়েটি এখন সুস্থ অবস্থায় আছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট