আগামী ৮ বছরে চীনকে টপকে যাবে ভারত


বুধবার,১৯/০৬/২০১৯
552

আগামী ৮ বছরে চীনকে টপকে যাবে ভারত,পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হয়ে যাবে ভারতঃ আগামী আট বছরের মধ্যে ভারত চীনকে টপকে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হয়ে যাবে আশা করা যাই। কারণ, যে হারে লোকসংখ্যা বাড়ছে, তাতে ২০৫০ সালে বিশ্বের মোট জনসংখ্যা দাঁড়াবে প্রায় ৯৭০ কোটি। প্রায় ২০০ কোটির মতো জনসংখ্যা বাড়বে। বলা যেতে পারে বর্তমান শতকের শেষে পৃথিবী পৌঁছে যেতে পারে জনসংখ্যা ধারণের প্রায় শেষ পর্যায়ে। ১১০০ কোটি মতো লোক সংখ্যা দাঁড়াবে।

এমন কথাই উঠে এসেছে, রাষ্ট্রসংঘের সাম্প্রতিক রিপোর্টে। বলা যেতে পারে ২০৫০ সালে পৃথিবীর মোট জনসংখ্যার বেশিরভাগেরই বাসস্থান হবে ভারত, আমেরিকায়, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, তানজানিয়া ও মিশরে। ২০৫০ সালের মধ্যে জনসংখ্যা প্রায় ৯৯ শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করা হয়েছে আফ্রিকা ও পাশ্ববর্তী এলাকায়। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে, শিক্ষা ও সচেতনতার অভাবে বেশিরভাগ পিছিয়ে পড়া দেশ গুলিতে। এখনও কারও কাছে পরিষ্কার হয়নি কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে এই বিস্ফোরণ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট