মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর যাত্রী বাহী বাসের ধাক্কায়


বুধবার,১৯/০৬/২০১৯
545

পথ দুর্ঘটনায় দুই সাইকেল আরোহীর মৃত্যু হল সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে, ২৪ ঘণ্টারও কম ব্যবধানে।  একটি দুর্ঘটনা ঘটে কাটোয়া-ফুটিসোঁকো রোডে কাটোয়ার ন’পাড়ার কাছে, সোমবার রাত সাড়ে ১১ টা নাগাদ।। মৃত ব্যক্তির নাম সুশান্ত সর্দার।

কোশিগ্রাম থেকে সাইকেল নিয়ে কাটোয়া ফিরছিলেন সুশান্ত। একটি পিকআপ ভ্যান সেই সময় পিছন থেকে সুশান্ত ধাক্কা মারে।কাটোয়া হাসপাতালে তাঁকে প্রথমে ভর্তি করা হয়। পরে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় শারীরিক অবস্থার অবনতি ঘটার কারণে। কিন্তু রাস্তাতেই মারা যান সুশান্ত সর্দার।

অন্য দিকে, মঙ্গলবার সন্ধ্যায় মারা যান আর এক সাইকেল আরোহী যাত্রীবাহী বাসের ধাক্কায়। বলগোনা-গুসকরা রোডে দেবপুরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম শেখ বজরুল হক। ভাতারের ঝাড়ুল গ্রামে তাঁর বাড়ি। সন্ধ্যা ৭ টা নাগাদ সাইকেলে বজরুল দেবপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন, বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। যাত্রীবাহী বাসটি গুসকরার দিকে যাচ্ছিল সেই সময়। রাস্তার একদিক কাটা ছিল সড়কপথ সংস্কারের কারণে ও অন্য দিক দিয়ে যাচ্ছিল বাস সাইকেল। প্রত্যক্ষদর্শীদের কথায় জানাগিয়েছে,

“বাসটি অত্যন্ত দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে সাইকেলে ধাক্কা দেয়”। ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ বজরুল হকের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট