প্রথম ছবি শেয়ার করলেন মিমি নুসরতের বিয়েতে পৌঁছে


বুধবার,১৯/০৬/২০১৯
659

এ কথা টলিউডের প্রায় সকলেই জানেন যে মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান বেস্ট ফ্রেন্ড। বন্ধুর বিয়েতে পৌঁছে নিজেই ছবি শেয়ার করলেন অভিনেত্রী। তুরস্কের বোদরুমে বিয়ে করছেন নুসরত। সদ্য সাংসদ নির্বাচিত হয়েছেন দুই নায়িকা এব; সংসদের প্রথম দিনেই অনুপস্থিত তাঁরা। আজ বোদরুমে নুসরতের মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান আগামীকাল , ২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরত-নিখিল। ডিজ়াইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহঙ্গা পরছেন  বিয়েতে নুসরত। নুসরতের মেহেন্দির থিম বোহেমিয়ান ।

প্রত্যেক অনুষ্ঠানের জন্য থিম অনুযায়ী পোশাক বেছেছেন নায়িকা।  নুসরত বিয়ের পরে রাতের পার্টিতে নায়িকা আবার ফিরে যাবেন ওয়েস্টার্ন গ্ল্যামারাস পোশাকে। হোয়াইট ওয়েডিংয়ের জন্য নুসরত বেছেছেন মিন্ট গ্রিন এবং সাদার মিশেলে ড্রেস।

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট