যৌনতায় অরাজি তরুনী, ১৯ বছরের এক তরুণীকে কাচি দিয়ে কুপিয়ে খুন


বুধবার,১৯/০৬/২০১৯
638

গৃহ কর্তাদের অনুপস্থিতে যৌনতায় অরাজি তরুনী, ১৯ বছরের এক তরুণীকে কাচি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ‘নাবালক’ পরিচারকের বিরুদ্ধে । জানা গিয়েছে, মেয়েটির বাড়িতে পরিচারক হিসেবে থাকত ওই কিশোর। সে এক তরফাভাবে ভালোবেসে ফেলে মেয়েটিকে। পুলিশ সূত্রে সোমবার বাড়িতে বড়রা কেউ ছিলেন না। তখন গুজরাটের বনসকাঁথার ভানদোত্রা গ্রামের বাসিন্দা মেঘনা ভাটোলের থেকে যৌনসুখ পেতে চায় ওই কিশোর। তরুণী তাতে আপত্তি করায় তাঁকে কাচি দিয়ে কুপিয়ে খুন করে নাবালক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট