ভিনদেশ থেকে প্রথম ছবি শেয়ার করলেন নায়িকা, নুসরত বিয়ের জন্য তুরষ্কে  


মঙ্গলবার,১৮/০৬/২০১৯
597

নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন নুসরত জাহান ৷ গতকাল রবিবারই পরিবারের সঙ্গে তুরষ্কের বোদরম শহরে পৌঁছে গিয়েছেন নুসরত জাহান ৷ চার হাত এক হচ্ছে অভিনেত্রী, সাংসদ নুসরতের ৷ নিখিল জৈনের সঙ্গে অফিসিয়ালি সম্পর্ক স্বীকারও করে নিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে এনগেজমেন্টের আংটি”,পরিহিত একটি ছবিও দিয়েছিলেন বাস্তব যখন স্বপ্নের চেয়েও সুন্দর…নুসরত ৷ ১৭ তম লোকসভা নির্বাচনের শেষে জীবনের দ্বিতীয় অধ্যায়ের সূচনা করতে চলেছেন সাংসদ নুসরত জাহান  পাত্র, নিখিল নায়িকার অনেকদিনের ব্যবসায়ী বন্ধু।

চরম ব্যস্ততা নাকি নায়িকার পরিজনরা, পার্কসার্কাসের ব্রড স্ট্রিটের বাড়িতে ৷ এদিকে তৃণমূল- বিজেপি সংঘর্ষে বিগত কিছুদিন উত্তপ্ত ছিল নায়িকার কেন্দ্র বসিরহাট ৷ সেখানকার মানুষদের শান্তির বার্তা দিয়ে পুরো বিষয়টা থেকে বিরত থেকেছেন নুসরত ৷

 

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট