২০১৯ – এর  মিস ইন্ডিয়া মুকুট উঠল রাজস্থানের সুমন রাও-এর মাথায়


মঙ্গলবার,১৮/০৬/২০১৯
1339

সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে শনিবার, বসেছিল ‘মিস ইন্ডিয়া ২০১৯’- এর আসর। প্রতিযোগিতার বিভিন্ন পর্যায় অনায়াসে পেরিয়ে এসে ‘মিস ইন্ডিয়া ২০১৯’- এর খেতাব জিতে নিলেন রাজস্থানের তনয়া সুমন রাও। এবার থাইল্যান্ডে ‘মিস ওয়ার্ল্ড ২০১৯’-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন ২০ বছরের সুমন রাও। মিস ইন্ডিয়া ইউনাইটেড কন্টিনেন্টস ২০১৯’ এর খেতাব গেল বিহারের শ্রেয়া শঙ্কর। ছত্তীসগড়ের শিবানী যাদব পেলেন ‘মিস গ্র্যান্ড ইন্ডিয়া’ ২০১৯- এর খেতাব । থাইল্যান্ডে ‘মিস ওয়ার্ল্ড ২০১৯’-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন ২০ বছরের সুমন রাও।

সুমন রাও সংবাদমাধ্যম বলেন, যদি কেউ কোনও বিশেষ লক্ষ্য স্থির করে ও সেদিকেই এগিয়ে যায় তাহলে শরীরের প্রত্যেকটা স্নায়ু সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করে। আর এটি তার সফলতার কারন।

 

 

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট