প্যারিস সাঁ জাঁ–র প্রেসিডেন্টের একেবারেই পছন্দ নয় নেইমারের তারকাসুলভ আচরণ


মঙ্গলবার,১৮/০৬/২০১৯
517

একেবারেই পছন্দ নয় প্যারিস সাঁ জাঁ–র প্রেসিডেন্টের নেইমারের তারকাসুলভ আচরণ। নাম না করে নেইমারকে উদ্দেশ্যে খেলাইফি বলেছেন, ‘‌নিজেকে বদলাও, না হলে বেরিয়ে যাও ক্লাব থেকে, দরজা খোলা আছে। হুঁশিয়ারি দিলেন নাসের আল–খেলাইফি ব্রাজিল তারকাকে। কখনও ব্যক্তিগত জীবনে, কখনও রেফারির সমালোচনা করে বিতর্কে, মাঠ ও মাঠের বাইরে বারবার বিতর্কে জড়িয়েছেন নেইমার। যেমন ক্ষুণ্ণ হচ্ছে নেইমারের ভাবমূর্তি, ঠিক তেমনই ক্লাবেরও। এতেই রেগে গেলেন খেলাইফি। থাকা চলবে না ক্লাবে নিজেদের খুশি করার জন্য বলেছেন খেলাইফি। আরও বললেন, ‘‌ফুটবলারদের আরও দায়িত্বসচেতন হতে হবে, ভাল পারফরমেন্স করতে হবে এবং পরিশ্রম করতে হবে। যদি ফুটবলাররা এতে রাজি না হয়, তবে “দরজা খোলা আছে”।

আর বরদাস্ত করব না তারকাসুলভ আচরণ। নতুন ডিরেক্টর লিওনার্দো দায়িত্ব নেওয়ার পর বললেন, ক্লাব একটা প্রতিষ্ঠান, কে রোনাল্ডো, ‌কে নেইমার  এটা কোনও ব্যাপার নয়। ক্লাবকে সম্মান করতে হবে সকলকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট