রক্ত দিয়ে রুগির পাশে দাঁড়ালেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের  ছাত্র নাজিবুল হোসেন


মঙ্গলবার,১৮/০৬/২০১৯
609

মুর্শিদাবাদ: বেলডাঙ্গার বাসিন্দা উর্মিলা বেগম ভর্তি হন মুর্শিদাবাদের একটি নার্সিংহোমে।  ‘এ’ পজিটিভ রক্তের প্রয়োজন হয় উর্মিলা বেগমের রক্তদাতার সন্ধান করে পরিবারের পক্ষ থেকে। কিন্তু রক্তদাতা না পাওয়ায় হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘ ইমার্জেন্সি ব্লাড সার্ভিস ‘ এর কাছে আবেদন করেন ঐ মহিলার পরিবার। মেডিকেল ছাত্র নাজিবুল  হোসেনের যোগাযোগ হয় এই গ্রুপের মাধ্যমে

রবিবার মুর্শিদাবাদ ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদান করেন নাজিবুল। “ডাক্তারের কাজ হল মানুষের সেবা করা”, বললেন গ্রুপের সভাপতি ওসমান গনি খান। আমরা চাইনা রুগিরা সমস্যায় পড়ুক, মানুষের সেবা করার জন্যই ডাক্তাররা আছেন, জানান নাজিবুল হোসেন। কর্মবিরতি চলছে আমাদের কিছু দাবীতে। রক্তদানের জন্য আবেদন করা হয় আমাকে। আমি রক্ত দিয়েছি কারণ রক্তের দরকার ছিল ওই মহিলার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট