গঙ্গার জলে হাত-পা বাঁধা অবস্থায় নেমে ম্যাজিক, তলিয়ে গেলেন যাদুকর


সোমবার,১৭/০৬/২০১৯
819

কলকাতা : গঙ্গার জলে হাত-পা বাঁধা অবস্থায় নেমে ম্যাজিক, তলিয়ে গেলেন যাদুকর চঞ্চল লাহিড়ী! মাঝ গঙ্গায় ক্রেনের সঙ্গে হাত-পা বেঁধে গঙ্গায় নেমে যাদু দেখাতেন তিনি। বারবার এমন করেও দেখেছেন। মিলেছিল সাফল্যও। বহুবার তিনিএরকম ম্যাজিক দেখিয়ে সাফল্য হয়েছিল সে সময়।কিন্তু এবার সফল আর হলেন না। তিনি মাঝ গঙ্গায় তলিয়ে গেলেন বিখ্যাত জাদুকর চঞ্চল লাহিড়ী এখনো পর্যন্ত কোন খোঁজ মেলেনি তার।বিপর্যয় মোকাবিলা দল তল্লাশি চালিয়ে যাচ্ছেন জাদুকর চঞ্চল লাহিড়ী কে খোঁজার জন্য।ঘটনাস্থলে রয়েছে নর্থ পোর্ট থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট